পর্ব -১ঃ নিজেকে জানুন
ফ্রিল্যান্সিং।
অনলাইনে কাজ।
অনলাইনে আয়।
– এসব কি খুব সহজ? এসব কি রাতারাতি অর্থ উপার্জনের পথ? কিছু বিজ্ঞাপন আর কিছু হিডেন প্রলোভন দেখে তাই মনে হয়। ভাবটা এমন- ডলার যেনো নাকের ডগায়। ধরুন আর পকেটে ভরুন।
কিন্তু আসলে কি তাই? না। নট রিয়েলি!
কিন্তু এটা সত্য যে, অনলাইনে আয় কিংবা ফ্রিল্যান্সিং করে উপার্জন – অসম্ভব নয়। এমনকি নিয়মিত অনেক জব করার চেয়ে অনেকক্ষেত্রে ভালো হতে পারে।
প্রশ্ন হলো- কীভাবে?
নিজেকে জানুন- ঠিক/যাচাই করুন কীসে আপনি ভালো!
এটা ভাবা খুবই বোকামি যে, আপনি মার্কেটপ্লেসে প্রোফাইল করবেন আর ডলার আসা শুরু হবে। বিশ্বাস করুন – নিজেকে জানার চেয়ে বড় আর কিছু নেই।
“হোয়াট ইজ মাই স্ট্রেংথ?” – এই ছোট্ট প্রশ্নটা নিজেকে করতে হবে এবং তা যাচাই করতে হবে।
কীভাবে?
খুব সহজ। কোথাও যেতে হবে না আপাতত। গুগল আর ইউটিউব হতে পারে সবার জন্যই তাৎক্ষণিক বড় শিক্ষক মশাই। আপনার যে বিষয়টি ভালো লাগে, সে বিষয়ের উপর ভিডিও দেখুন, গুগুল করুন। জানুন। একাধিক বিষয়ও থাকতে পারে। ট্রাই করুন। সময়দিন। মনোযোগ সহকারে।
রিসার্চের মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন- কোন বিষয়টি (নিস) আপনার নিজের জন্য। শুধু তাই নয়- সেই বিষয়ে (স্কিল-সেট) আপনি মোটামুটি জেনেও যেতে পারবেন এভাবে।
প্রথম ধাপ হিসেবে এটা খুবই জরুরি।
তো হয়ে যাক, নিজেকে জানা। নিজের শক্তিটুকু বের আনা এবং সঠিক সিদ্ধান্তটি নেয়া।
ব্যক্তিগত অভিজ্ঞতাঃ
জব ছেড়ে আমি ফ্রিল্যান্সিং-এ এসেছি। ফেসবুকে দেখলাম- অনলাইনে রাতারাতি আর্ন করার হাতছানি। একজন নারী হাতিয়ে নিলো প্রায় ৩৫,০০০ টাকা। শুধু আমার নয়- আরো অনেকের কাছ থেকেই। তারপর ডিটারমাইন্ড হয়ে নিজেই শেখা শুরু করলাম। বেশি সময় লাগেনি আমার। আপনিও পারবেন। নিজের উপর বিশ্বাস আর প্রবল ইচ্ছেশক্তিটা প্রয়োজন।
(চলবে)