ফ্রিল্যান্সিং।
অনলাইনে কাজ।
অনলাইনে আয়।
– এসব কি খুব সহজ? এসব কি রাতারাতি অর্থ উপার্জনের পথ? কিছু বিজ্ঞাপন আর কিছু হিডেন প্রলোভন দেখে তাই মনে হয়। ভাবটা এমন- ডলার যেনো নাকের ডগায়। ধরুন আর পকেটে ভরুন।
কিন্তু আসলে কি তাই? না। নট রিয়েলি!
কিন্তু এটা সত্য যে, অনলাইনে আয় কিংবা ফ্রিল্যান্সিং করে উপার্জন – অসম্ভব নয়। এমনকি নিয়মিত অনেক জব করার চেয়ে অনেকক্ষেত্রে ভালো হতে পারে।
মার্কেটপ্লেস বেছে নিন এবং প্রোফাইল তৈরি করুন
আপনি কি প্রস্তুত এই ধাপে আসার জন্য। নতুন যারা দেখছেন এই পোস্ট, দেখে নিন পর্ব-১।
পর্ব-২ঃ
মার্কেটপ্লেসঃ
ফ্রিল্যান্সিং-এর জন্য যেমন অনেক ধরনের কাজ আছে, তেমনি রয়েছে কাজের জন্য অনেক মার্কেটপ্লেস।
যেমনঃ
-
Belancer (Bangladeshi).
……আরো অনেক মার্কেটপ্লেস আছে এছাড়াও।
অন্যান্য মার্কেটপ্লেসে আমার প্রোফাইল থাকলেও আমি মূলত কাজ করি আপওয়ার্কে। ভালো লাগে। স্বাচ্ছন্দ্যবোধ করি।
আপনি আপনার পছন্দমতো মার্কেটপ্লেস সিলেক্ট করে নিন। তারপর সুন্দর একটি প্রোফাইল তৈরি করতে মন দিন। এটা কঠিন কোনো কাজ নয়।
প্রোফাইল সাইনআপের আগে কিছু বিষয়ে প্রিপারেশন নিয়ে নিনঃ
-
আপনার স্কিলসেটস (আপনি যা কাজ করতে চান- যা আপনি ভালো বিক্রি করতে পারবেন)
-
আপনার ইমেল
-
ইউজারনেম
-
ছবি (প্রফেশনাল লুক/ মাইল্ড স্মাইলিং)
-
ঠিকানা (আইডি কার্ড/ পাসপোর্ট অনুযায়ী)
**** সত্য তথ্য দিন সব!!
ভালো / প্রফেশনাল প্রোফাইলের জন্য লক্ষ্য করুনঃ
-
নামঃ আসল নামটি ব্যবহার করাই উত্তম।
-
টাইটেলঃ আপনার নামের পরেই থাকবে টাইটেল। ছোট কিন্তু স্মার্টলি প্রফেশনাল করার চেষ্টা করুন এটি। ক্লায়েন্ট যেনো আপনার টাইটেল দেখে উৎসাহী হন। যেমনঃ Results-Oriented SEO Expert বা এমন।
-
ওভারভিউঃ এখানে আপনি সুন্দর করে আপনি যা করতে পারেন তা উল্লেখ করুন। ভালো হয়, কিছু বিষয় বুলেটেড করে দিন। এতে সহজে আপনার পয়েন্টগুলো চোখে পড়বে।
-
টেস্টঃ নতুনদের জন্য অনেক সময় সংশ্লিষ্ট স্কিলসেটের ওপর টেস্ট ভালো কাজ দিয়ে থাকে ক্লায়েন্টগণ। কিছু রেলেভেন্ট টেস্ট দিয়ে প্রোফাইলকে ১০০% করার পাশাপাশি কাজ পাবার সম্ভাবনাকেও বাড়িয়ে নিতে পারেন। (কোনোকোনো মার্কেটপ্লেসে টেস্ট/ বা ফ্রি টেস্টের অপশনটি এখন বন্ধ করে দিয়েছে)
মনে রাখুনঃ
আপনার প্রোফাইল আপনার প্রফেশনাল মিরর। এটাতে আপনার প্রতিচ্ছবি দেখেই ক্লায়েন্ট আপনাকে জবের জন্য ডাক দিবে। তাই সতর্ক হোন। পেশাদারী মনোভাব নিয়ে তৈরি করুন আপনার আয়না। যেভাবে সবচেয়ে ভালো দেখা যায় আপনাকে। আপনি মানে আপনার স্কিল!!
(পর্ব-৩ঃ ক্রমশ)