আমি কোনো বটবৃক্ষ নই

আমি কোনো বটবৃক্ষ নই
দুর্বাঘাস আমি
পৌষের প্রত্যুষে
আলতো পায়ে এসে একটু দাঁড়িও।
গ্রীষ্মের লাগামহীন তপ্ততা জুড়ে
হতে পারিনি আমি – কোনো শীতল পরশ
কালবোশেখিতে উড়ে আসা খড়কুটো আমি
পারলে একটু ছুঁয়ে দেখো।
বর্ষার নদীলাবণ্যে খুঁজে পাবে না আমায়
সুখোৎপাদক জলকেলি সময়
আমার জন্য নয়।
অবহেলায় বেড়ে ওঠা থানকুনি পাতা আমি
দেখে নিও একপলক আমাকে।
শরতের পরতে কাশকন্যা
এবং তার মোহিত কোমলতার পাশে
গড়তে পারিনি ঠিকানা আমি।
ঝরেপড়া শিউলির ছিন্নপাতায়
খুঁজে পাবে অস্তিত্ব আমার
একটি মুহূর্ত রেখো আমার জন্য
একটি পলক ফেলো শুধু।
হৈমন্তী মোলায়েম আবেশে
জড়াতে পারিনি পরান আমার
দণ্ডকলসের বিন্দু শিশিরে
পাবে আমায় ক্ষণিকের আবহে।
বসন্ত বাউরি বাতাসে
তোমরা খুব খাও দোল
মেতে ওঠো প্রণয়ের রূপম বিলাসে।
ঝরাপাতার মর্মরে
আমায় খোঁজো একটিবার শুধু।
আমি এমনই সাধারণ এক,
হ্যাঁ! আমি কোনো বটবৃক্ষ নই।

Comments

comments