আমি কোনো বটবৃক্ষ নই দুর্বাঘাস আমি পৌষের প্রত্যুষে আলতো পায়ে এসে একটু দাঁড়িও। গ্রীষ্মের লাগামহীন তপ্ততা জুড়ে হতে পারিনি আমি – কোনো শীতল পরশ কালবোশেখিতে উড়ে আসা খড়কুটো আমি পারলে একটু ছুঁয়ে দেখো। বর্ষার নদীলাবণ্যে খুঁজে পাবে না আমায় সুখোৎপাদক জলকেলি সময় আমার জন্য নয়। অবহেলায় বেড়ে ওঠা থানকুনি পাতা আমি দেখে নিও একপলক আমাকে। […]
Tag: কবিতা
আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়ে থাকতে চাই
তোমার সুখপক্ষে জানি হবে না আমার ঠাঁই আক্ষেপও নেই কোনো তুমি সুখ উদযাপন করো- অন্তলীনা চাঁদবতী সুখ খুব-ইচ্ছে-ডুবসাঁতার ডাক-ডুবানো উম-আদর আর ভালবাসা-ভেজা শ্রান্ত তনু থাকুক মুখ গুঁজে তোমার স্পর্শ-বন্ধুর। আমার কোনো অনুযোগ নেই নেই কোনো আক্ষেপ। শুধু এতোটুকুন প্রতীতি জেগে আছে আজও মনে- কষ্টপক্ষে তোমার আমি ছুঁয়ে যাবো তোমার হৃদয়। তোমার কষ্টটুকু ছুঁয়ে দেখতে দিও […]