আমি কোনো বটবৃক্ষ নই

আমি কোনো বটবৃক্ষ নই দুর্বাঘাস আমি পৌষের প্রত্যুষে আলতো পায়ে এসে একটু দাঁড়িও। গ্রীষ্মের লাগামহীন তপ্ততা জুড়ে হতে পারিনি আমি – কোনো শীতল পরশ কালবোশেখিতে উড়ে আসা খড়কুটো আমি পারলে একটু ছুঁয়ে দেখো। বর্ষার নদীলাবণ্যে খুঁজে পাবে না আমায় সুখোৎপাদক জলকেলি সময় আমার জন্য নয়। অবহেলায় বেড়ে ওঠা থানকুনি পাতা আমি দেখে নিও একপলক আমাকে। […]